আজকের শিরোনাম :

হিমাচলে তুষারপাতে নিখোঁজ ৪৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩২

ভারতের হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতে ৩৫ জন আইটি শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছে। 

রুরকী এলাকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ওই ৩৫ শিক্ষার্থী হিমাচল প্রদেশের লাহাউল ও স্পিটি জেলার পার্বত্য এলাকা ভ্রমণে গিয়েছিলেন।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ এক শিক্ষার্থীর পিতা রাজভীর সিং এএনআইকে বলেন, ওই শিক্ষার্থীরা হাম্পতা পাস ভ্রমণে গিয়েছিল এবং সেখান থেকে তাদের পর্যটন কেন্দ্র মানালিতে ফেরার কথা। কিন্তু তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান তিনি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সোমবার হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি ও তুষারপাত হয়েছে। কুল্লু, কাঙ্গারা ও চাম্বা জেলায় বৃষ্টি ও তুষারপাতে অন্তত ৫ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছে।

প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন অংশে। কুল্লু জেলায় এক বালিকাসহ চারজন এবং কাঙ্গারায় একজন নিহত হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে কাঙ্গারা, কুল্লু ও হামিরপুর জেলার স্কুল বন্ধ রাখার নির্দেষ দেওয়া হয়েছে।
খবর এনডিটিভি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ