আজকের শিরোনাম :

ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলায় নিহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির আহভাজ শহরে একটি সামরিক কুচকাওয়াজে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার বন্দুকধারীদের হামলায় রেভ্যুলুশনারি গার্ডের ৮ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, দুজন হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলাকারীরা প্যারেড প্রাঙ্গণে ঢুকতে না পেরে দূর থেকে গুলি চালায়। ফলে হতাহতের এ ঘটনা ঘটে। কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য স্থাপিত মঞ্চ লক্ষ্য করেও তারা গুলি চালিয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থাটি।

ইরানের গণমাধ্যম হামলাকারীদের ‘তাকিফিরি বন্দুকধারী’ হিসেবে বর্ণনা করেছে। আগে এই গ্রুপটিকে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইসিল) হিসেবে বর্ণনা করত ইরানি গণমাধ্যম।

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ উদযাপনে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ