আজকের শিরোনাম :

ফিলিপাইনে ম্যাংখুটের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৮১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬

 ফিলিপাইনে টাইফুন ম্যাংখুটের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এ সংখ্যা একশ’তে পৌঁছাতে পারে। কারণ একটি ভূমিধসের পর উদ্ধারকারীরা বেশ কিছু লোকের প্রাণহানির আশঙ্কা করছেন।

আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। 

ম্যাংখুটের আঘাতের পর ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতে দেশটির উত্তরাঞ্চলে কৃষি জমিসহ ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে।

এদিকে দেশটির ইটোগো শহরে বড় ধরনের ভূমিধসের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বেসামরিক প্রতিরক্ষা প্রধান রিকার্ডো জালাদ এএফপিকে বলেন, ‘ইটোগোতে এখন পর্যন্ত ৫৯ জন নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা একশ’ ছাড়াতে পারে।’

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন হংকং এ আঘাত হানে এবং এতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ ৪ জনের প্রাণহানি ঘটে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ