আজকের শিরোনাম :

টাইফুন ম্যাংখুটের আঘাতের আশঙ্কায় চীনে ৪শ ফ্লাইট বাতিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৮

টাইফুন ম্যাংখুট আঘাত হানার আশঙ্কায় চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আজ রবিবার সকালে দুটি বিমানবন্দরে চার শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকার সকল রিসোর্ট ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। 

চীনে চলতি বছরের শক্তিশালী টাইফুন ম্যাংখুত দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে রবিবার বিকেলে বা সন্ধ্যায় আঘাত হানতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্র এ কথা জানিয়েছে।

হেইকো ও সানিয়া বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের আগাম খবর যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে। ফলে বিমানবন্দরে কোনো যাত্রী আটকা পড়েনি।

এ ছাড়া হাইনানের প্রাদেশিক পর্যটন বিভাগ উপকূলীয় এলাকার সব স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান রবিবাব ও সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
খবর সিনহুয়া

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ