আজকের শিরোনাম :

ইস্তাম্বুলে ২০ বিক্ষোভকারী আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৯

তুরস্ক পুলিশ শনিবার ইস্তাম্বুলে নির্মাণাধীন তৃতীয় বিমানবন্দর এলাকা থেকে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। কাজ করতে গিয়ে মৃত্যু ও শ্রমিকদের জন্য ত্রুটিপূর্ণ কর্ম পরিবেশের প্রতিবাদে তারা বিক্ষোভ করছিল। নির্মিত হলে এটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। শনিবার তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া পুলিশ শনিবার ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে এএফপির কর্তব্যরত আলোকচিত্রী বুলেন্ট কিলিককেও আটক করে। তবে দুই ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

তুরস্কের রেভোল্যুশনারী ইউনিয়ন কনফেডারেশন (ডিআইএসকে) জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বৃহৎ উন্নয়ন প্রকল্পের ওই নির্মাণস্থল থেকে মোট ৫শ’ জনের মতো লোককে আটক করা হয়েছে।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্মাণাধীন নতুন বিমানবন্দরের বাইরে বিক্ষোভরত কয়েকশ শ্রমিককে ছত্রভঙ্গ করে দেয়। 

অক্টোবর মাসে বিমানবন্দরটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ