আজকের শিরোনাম :

শিশুদের জন্য নরকে পরিণত হয়েছে ইয়েমেন: ইউনিসেফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৯

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ‘ইয়েমেন এখন শিশুদের জন্য নরকে পরিণত হয়েছে’।

ইউনিসেফের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, দেশটির এক কোটি ১০ লাখ শিশু চরম খাদ্য সংকট ও নানা ধরনের অসুখে ভুগছে। এদের অনেকেই ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা `সেভ দ্য চিলড্রেন` বলেছে, প্রায় ৪০ লাখ শিশু এতটাই খাদ্য সংকটে রয়েছে যে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে না পারলে মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। হুদায়দা বন্দরে সামরিক সংঘাত ইয়েমেনের লাখ লাখ শিশুর খাদ্য সরবরাহের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে।

গত ১৩ জুন থেকে হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে ব্যাপক হামলা শুরু করেছে। ইয়েমেন মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথ হচ্ছে হুদায়দা বন্দর।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ