আজকের শিরোনাম :

যৌন নিপীড়নের অভিযোগে সিবিএস প্রধানের পদত্যাগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৬

যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের বৃহৎ মিডিয়া গ্রুপ সিবিএসের প্রধান লেস মুনভেস।

সিবিএসের ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে গত জুলাইয়ে মুনভেসের বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ উঠে। নতুন করে গত রবিবার আরও ৬ নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললে তিনি তাৎক্ষণিক পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সিবিএস।

তবে ৬৮ বছর বয়সী মুনভেস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে এটিকে ‘হতবুদ্ধকর’ বলে আখ্যায়িত করেছেন।

এদিকে সিবিএস ও মুনভেস জানিয়েছেন, তারা ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে সমর্থন করে ২০ মিলিয়ন ডলার দান করবেন।

রবিবার সিবিএসের এক বিবৃতিতে জানানো হয়, মুনভেস চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে তাৎক্ষণিক পদত্যাগ করবেন। জোসেফ আইয়ানেইলো পরবর্তী প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯৯৫ সালে সিবিএসে যোগ দেওয়া মুনভেস ২০০৬ সালে কোম্পানির সিইও হন। এর পর এক দশকে তিনি কোম্পানিকে বিপুল লাভের মুখ দেখান। তাকে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রের মিডিয়ার অন্যতম প্রভাবশালী প্রধান নির্বাহী হিসেবে।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ