আজকের শিরোনাম :

এস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৮:১৭

করোনার টিকা সরবরাহ বন্ধ করায় এস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন-ইইউ। ঘাটতির কথা জানিয়ে এস্ট্রাজেনেকা ইইউকে কোভিড-১৯ টিকা সরবরাহ বন্ধ করায় ইউরোপীয় কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্স জানায়।

ইইউ ভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে দেরি করায় এবং একের পর এক চালান বাতিল করেছে কোম্পানিটি। এ প্রেক্ষিতে ইইউ এর এই পদক্ষেপটি এস্ট্রাজেনেকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আরও পরিস্কার করে জানান দিলো। এর আগে গত বৃহস্পতিবর প্রথমবার মামলার বিষয়ে কথা বলেন ইইউ কর্মকর্তা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ