আজকের শিরোনাম :

কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রাউল ক্যাস্ত্রো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৪:২৪

কিউবায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রাউল ক্যাস্ত্রো। ফলে কিউবায় ক্যাস্ত্রো পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হতে যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার কিউবার রাজধানী হাভানায় কমিউনিস্ট পার্টির সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন রাউল ক্যাস্ত্রো।

৮৯ বছর বয়সী রাউল জানান, নতুন প্রজন্মের কাছে দলের নেতৃত্ব তুলে দেয়া হবে। চার দিনব্যাপী সম্মেলন শেষে ভোটাভুটির পর নতুন নেতৃত্ব বেছে নেবেন কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা। কারও নাম ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলকেই কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে বেছে নেয়া হবে।  

১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে কিউবার তৎকালীন সরকার উৎখাত করে ক্ষমতা দখল করেন ফিদেল ক্যাস্ত্রো। তার কমান্ডার ছিলেন ছোট ভাই রাউল ক্যাস্ত্রো। 
  
এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ