আজকের শিরোনাম :

শিগগিরই আমিরাতে আমাদের পতাকা উড়বে: ইসরাইলি মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৪

ইহুদিবাদী ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিরি রেগেব বলেছেন, খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসরাইলি পতাকা উড়বে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুডু প্রতিযোগিতায় ইসরাইলি জুডু দলকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।

ইসরাইলি মন্ত্রী বলেন, আবুধাবিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের টিম বিজয়ী হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে ইসরাইলি পতাকা উড়বে এবং জাতীয় সঙ্গীত বাজবে।

ফিলিস্তিনি জাতি এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এর আগে আরব আমিরাত তেল আবিবে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলদার ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ