আজকের শিরোনাম :

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ভয়ংকর ক্ষেপণাস্ত্র মোতায়েন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৪:৫২

ইউক্রেন সীমান্তে রাশিয়ার কৌশলগত ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে বলে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
 
রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের পার্স টুডে বার্তা সংস্থা জানিয়েছে, মার্চ মাসের শেষ দিক থেকেই ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। এরই মধ্যে ক্রিমিয়া, বোরোনোঝ ও রোস্তভ অঞ্চলে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, রাশিয়ার সেনাবাহিনী বোরোনোঝ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইস্কান্দার’ মোতায়েন করছে।  

ইস্কান্দার এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা দিয়ে শত্রুসেনাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পাশাপাশি ভূমিতে অবস্থিত শত্রুবাহিনীর রাডার ব্যবস্থায় হামলা করা যায়।
 
সাম্প্রতিক সময়ে ইউক্রেন অভিযোগ করে জানায়, দেশটির সীমান্ত এলাকাগুলোতে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়ে গেছে। এ ছাড়া রাশিয়ার সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনী পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছে তারা। এদিকে ইউক্রেন ইস্যুতে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়া। এ ছাড়া ইউক্রেনে বসবাসকারী রুশ সমর্থিত বিদ্রোহীদের ওপর হামলা চালানো হলে রাশিয়া তার উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।  ইউক্রেনের পক্ষ থেকেও সেনাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেয়ায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ