আজকের শিরোনাম :

করোনা: ভারত থেকে নিউজিল্যান্ডে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ২১:৪৪

ভারত থেকে সাময়িক সময়ের জন্য প্রবেশ জন্য নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ডের নাগরিকরাও যদি ভারত সফর করে থাকেন তাহলে আগামি দুই সপ্তাহের মধ্যে তারা নিজ দেশে প্রবেশ করতে পারবেন না। ভারতে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, সম্প্রতি নিউজিল্যান্ডে নতুন করে ২৩ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে ১৭ জনই ভারত থেকে দেশটিতে গিয়েছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডেন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সাময়িকভাবে ভারত থেকে আসা সকলের জন্য নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করছি।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে সর্বোচ্চ।

দেশটিতে এখন করোনাভাইরাসের নতুন ঢেউ আঘাত হেনেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার। এটি দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড। দেশটি করোনা নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে প্রধান শহরগুলোতে। গত ২৪ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৬৮৫ জন। গত নভেম্বরের পর এটি সর্বোচ্চ। দেশটিতে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ