আজকের শিরোনাম :

অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের অনুমোদন নিউজিল্যান্ডের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১০:৫৯

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। 

মঙ্গলবার (০৬ এপ্রিল) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা দেন। তিনি বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ভ্রমণের জন্য দ্বিমুখী করিডর ১৮ এপ্রিল থেকে চালু হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এ–সংক্রান্ত তারিখ নিশ্চিত হওয়ার পরপর এই ঘোষণা দেন জেসিন্ডা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ আগামী দুই সপ্তাহের মধ্যে চালু হবে।’

করোনা মহামারির সময় নিউজিল্যান্ডে ভ্রমণনিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই ঘোষণার ছয় মাস পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নিউজিল্যান্ডের নাগরিকেরা তাঁদের নির্দিষ্ট কিছু রাজ্যে কোয়ারেন্টিন ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

অস্ট্রেলিয়ার জন্য কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ অনুমোদনের পদক্ষেপকে বিশ্বের জন্য অনুকরণীয় হিসেবে অভিহিত করেছেন জেসিন্ডা। তিনি বলেন, ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। আর আড়াই কোটি মানুষের দেশ অস্ট্রেলিয়ায় মৃত মানুষের সংখ্যা এক হাজারেরও কম।

জেসিন্ডা বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সময় আমি বিশ্বের কোনো দেশকে দেখছি না, যারা নিজেদের দেশকে কোভিডমুক্ত রাখার কৌশল অবলম্বন করছে। তার মানে এদিক দিয়ে আমরা বিশ্বে প্রথম।’

নিউজিল্যান্ডের পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ভ্রমণনিষেধাজ্ঞা তুলে নিলে নিউজিল্যান্ডের অর্থনীতি আবারও চাঙা হয়ে উঠবে। অস্ট্রেলিয়ার নাগরিকদের এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান জেসিন্ডা। তিনি বলেন, ‘আপনার পরিবারকে নিয়ে এসে ভ্রমণের জন্য আমরা নিরাপদ।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ