দৈনিক করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১০:৪১

দৈনিক করোনা শনাক্তে রেকর্ড গড়লো ভারত। মহামারির গোটা একবছরে ২৪ ঘণ্টায় প্রথমবার সোয়া লাখের বেশি মানুষের দেহে মিললো করোনাভাইরাস।

এদিন করোনায় ৬৩১ জন মৃত্যুবরণ করেছেন। দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে
রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মঙ্গলবারও ৫৫ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। রাজধানী দিল্লিতেও এ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো মঙ্গলবার। এ কারণে রাত্রিকালীন কারফিউ’সহ বেশকিছু কঠোর বিধিমালা গ্রহণের ঘোষণা দিলো আম আদমি সরকার। যা আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের হুঁশিয়ারি, আগামী একমাস মহামারির দ্বিতীয় ওয়েভের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখবে ভারত। তাই প্রয়োজন জরুরি সতর্কতার।

ডাক্তার ভি কে পাল জানান, মহামারি দিন দিন খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছে। ঢেউয়ের মতোই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গেলো বছরের তুলনায় সংক্রমণের পরিমাণ কয়েকগুণ বেশি। সতর্ক করতে চাই- আগামী ৪ সপ্তাহ খুবই সংকটপূর্ণ। সবাই দয়া করে মেনে চলুন লকডাউন-কড়াকড়ির মতো সরকারি বিধিমালা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ