আজকের শিরোনাম :

করোনা সংক্রমণ রোধে দিল্লিতে রাতে কারফিউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১৪:০১

করোনা সংক্রমণ রোধে ভারতের দিল্লিতে রাতে কারফিউ জারি করা হযেছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ থাকবে। 

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত থেকে এ আদেশ কার্যকর হবে, যা বলবত থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 

সোমবার (৫ এপ্রিল) দিল্লিতে নতুন করে ৩ হাজার ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৬ জন এবং মারা যান ১৫ জন। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, করোনায় ভারতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৭৭ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন।   
খবর এএনআই  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ