আজকের শিরোনাম :

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ১৬ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮

ভারতের উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিপাত ও বন্যায় দুই দিনে ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ও রবিবারের টানা বৃষ্টিপাতে রাজ্যের ১৬টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার মধ্যে শাহজাহানপুরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ৬ জনের মৃত্যু হয়েছে।

গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে হেলিকপ্টার নিয়ে এসে দুর্গত এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী। তারা বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া ১৪ ব্যক্তিকে ললিতপুর ও ঝাঁসি জেলা থেকে উদ্ধার করেছে।  

চলতি বর্ষা মৌসুমে উত্তর প্রদেশে বন্যা ও বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাসে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ‘ভারি থেকে খুব ভারি বৃষ্টিপাত’ হতে পারে বলে জানানো হয়েছে।

ভয়াবহ বন্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির উত্তরপ্রদেশে বন্যা দেখা দিল। গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কেরালায় সাড়ে ৩শরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ