আজকের শিরোনাম :

মিয়ানমারে ট্রেড ইউনিয়নগুলোর ধর্মঘটের ডাক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১৫:৪৪

মিয়ানমারের জান্তা সরকারকে চাপে ফেলতে দেশের বড় ট্রেড ইউনিয়নগুলো সোমবার ধর্মঘটের প্রস্তুতি নিয়েছে।

কৃষি, নির্মাণ, উৎপাদনসহ অন্তত ৯টি ট্রেড ইউনিয়ন দেশের সবাইকে কাজ বন্ধের আহ্বান জানিয়েছে। 

এদিকে রবিবার রাতভর ইয়াঙ্গুনে গোলাগুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মিয়ানামারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে জান্তা সরকার।

রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ হয় মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে।

এদিকে মিয়ানমারের সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে চীন কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক ওয়্যাং ই। তার দাবি, চীন কখনই মিয়ানমারে এমন পরিস্থিতি দেখতে চায়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ