আজকের শিরোনাম :

৫ বছর বন্দি থাকার পর মুক্তি পেলেন নাজনিন জাঘারি র‌্যাটক্লিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০০:২১

৫ বছর বন্দি রাখার পর ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজনিন জাঘারি র‌্যাটক্লিফকে মুক্তি দিল ইরান। রবিবার তার গোড়ালী থেকে ট্যাগ খুলে নেয়া হয়।
সংবাদ সম্প্রসারন
এরপরই তিনি নিজের দাদীর সঙ্গে দেখা করতে যান। তবে এখনই ইরান ছেড়ে আওয়ার অনুমতি পাচ্ছেন না নাজনিন। আগামী রবিবার তার বিরুদ্ধে আরও একটি মামলার বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন তার স্বামী রিচার্ড র্যাটক্লিফ। গত বছরের মার্চে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয় তাকে।

২০১৬ সালের এপ্রিলে ইরানে বাবা-মার সঙ্গে দেখা করতে যান নাজনিন। তখন গুপ্তচরবৃত্তির অভিযোগে নাজানিনকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে ইরানের কর্তৃপক্ষ। নাজনিনকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। 

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ