আজকের শিরোনাম :

মিয়ানমারে সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১৫:৫২

মিয়ানমারে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে চীনের  সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চীনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

এদিকে মিয়ানমারের সামরিক সরকারকে অবৈধ ও চলমান সহিংসতার জন্য দায়ী করে রিপোর্ট প্রকাশ করেছে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটিতে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের ওপর অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।  

মিয়ানমারের সেনাবাহিনীর টিকটক অ্যাপের মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর গুলি করার বিভিন্ন হুমকির ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে টিকটক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে সহিংস কন্টেন্ট গুলো সরাতে তারা কাজ করছে।

অন্যদিকে, ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে তারা সামরিক বাহিনী পরিচালিত রাষ্ট্রীয় ৫টি চ্যানেল বন্ধ করে দিয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ