আজকের শিরোনাম :

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ২২:০৩

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) রাত ২টা ২৭ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) ৯টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। সুনামি সতর্কতায় উপকূলীয় এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ।

সাময়িকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। তবে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) বলছে, নর্থ আইল্যান্ডের পশ্চিম উপকূলে কিছুটা ঝুঁকি রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জনবহুল শহর গিসবোর্ন। এতে সাড়ে ৩৫ হাজার মানুষের বসবাস।

এবিএন/মমিন/জসিম 

এই বিভাগের আরো সংবাদ