আজকের শিরোনাম :

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য

ভারতে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১৫:২৯

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যে করায় ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের পদত্যাগের দাবি করা হয়েছে। আর এ দাবি বাস্তবায়নে ৫ হাজারের বেশি মানুষ একটি উন্মুক্ত আবেদনে সই করেছেন।

সম্প্রতি একটি ধর্ষণ মামলার শুনানিতে প্রধান বিচারপতি অভিযুক্ত ব্যক্তির প্রতি ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে বিয়ে করার পরামর্শ দেন। তিনি ধর্ষককে বলেন, বিয়ে করলে তাকে সহায়তা দেয়া হবে, না হলে ধর্ষককে চাকরি হারাতে হবে ও জেলে যেতে হবে।

অরবিন্দ বোবদের এ মন্তব্য ভারতজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয়। নারী ও মানবাধিকারকর্মীরা প্রতিবাদে ফেটে পড়ে। পরে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে একটি আবেদন উন্মুক্ত করা হয়। এ আবেদনে এখন পর্যন্ত ৫ হাজার ২০০ জন সই করেছেন।

আবেদনে বলা হয়েছে, এমন বিয়ে ধর্ষণের শিকার নারীকে সব সময় চাপের মধ্যে রাখতে পারে। চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এমন আশঙ্কার মুখে প্রধান বিচারপতির মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করা কিংবা উদ্যোগ নেয়া সমীচীন নয়। এটা কোনো সমাধান হতে পারে না।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ