আজকের শিরোনাম :

আসন্ন বিধানসভা নির্বাচন: নন্দ্রীগ্রাম থেকে লড়বেন মমতা

  ইন্ডিয়ান এক্সপ্রেস

০৩ মার্চ ২০২১, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল প্রধান ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে গত ১৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি মাঠের জনসভায় মমতা জানান, এবার সেখান থেকে ভোটে লড়বেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গেছে, বুধবার (৩ মার্চ) প্রথম তিন দফার ভোটের জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে আট দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দ্বিতীয় দফায় ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট হবে।সেই তালিকায় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবেন মমতা ব্যানার্জি। আগামী ১১ মার্চ তৃণমূলনেত্রী তমলুকের মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

গত বিধানসভা নির্বাচনে ওই নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসেবে জিতে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে তিনি মন্ত্রীত্ব এবং বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন।

নন্দীগ্রামের যুদ্ধ ‘সহজ’ হবে না বলেও মনে করছেন অনেকে। তাদের মতে, মমতার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি হয়তো কৌশলগতভাবেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করতে পারে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ