আজকের শিরোনাম :

সতর্ক না হলে ফের শক্তিশালী হয়ে উঠতে পারে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১০:৪৭

বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করে করোনা বিধিনিষেধ শিথিল না করতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ববাসীকে সতর্ক করে সংস্থাটি বলছে, এখনই সতর্ক না হলে ভাইরাসটি আবার শক্তিশালী হয়ে উঠতে পারে।

একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধ ও ভ্যাকসিন বিতরণে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞরা।

এদিকে আগামী সপ্তাহ থেকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলার ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর। আর তুরস্কে রেস্টুরেন্ট এবং স্কুল খুলে দেয়া হয়েছে।

তবে সংক্রমণের ঝুঁকি ঠেকাতে নয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। দেশে২৮ মার্চ পর্যন্ত লকডাউন বৃদ্ধির পরিকল্পনা করছে জার্মান সরকার।

নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এবং নাগরিকদের সুরক্ষায় দ্বিতীয় প্রজন্মের ভ্যাকসিন উৎপাদনে, ভবিষ্যতে ইসরাইলের সঙ্গে একসাথে কাজ করার কথা জানিয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ