আজকের শিরোনাম :

কোভ্যাক্স প্রকল্পের আওতায় টিকার প্রথম চালান পেলো ঘানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭ | আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪

বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের আওতায় করোনার টিকা পেলে ঘানা।  বুধবার রাজধানী আক্রাতে আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা টিকার ৬০ হাজার ডোজ পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বের সব দেশে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা পৌঁছে দেওয়া নিশ্চিত করা। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী দুই কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়।

এক যৌথ বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ‘এটি একটি স্মরণীয় অনুষ্ঠান। মহামারি অবসানে ঘানাতে কোভিড-১৯ এর টিকা নিয়ে আসা অনেক গুরুত্বপূর্ণ।’

পশ্চিম আফ্রিকার দেশ ঘানাতে করোনার ৮০ হাজার ৭০০ এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে ৫৮০ জন। তবে এটি প্রকৃত সংখ্যা নয় বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটিতে করোনা পরীক্ষার হার অত্যন্ত কম।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ