আজকের শিরোনাম :

চিলির এন্টার্কটিক বেসের কাছে শক্তিশালী ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১৪:৫১

চিলির কাছে এন্টার্কটিক উপকূলে শনিবার ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জরুরি কর্মকর্তারা বরফ শীতল মহাদেশে চিলির এদোয়ার্দো ফ্রেই ঘাঁটিতে গবেষকদের সুনামির ব্যাপারে সতর্ক করেছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৮ টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ২৩৩৬টায়) এ ভূমিকম্প অনুভূত হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এদোয়ার্দো ঘাঁটি থেকে ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

চিলির জরুরি বিভাগ সম্ভাব্য সুনামি সতর্কতা হিসেবে এন্টার্কটিক বিচ এলাকা থেকে লোকদের সরে আসার আহ্বান জানিয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ