আজকের শিরোনাম :

ইতালিতে চুরি যাওয়া ৫০০ বছরের পুরনো চিত্রকর্ম উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ১৪:৪৫

ইতালিতে চুরি যাওয়া ৫০০ বছরের পুরনো একটি চিত্রকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বিবিসি বলছে, নেপলসের একটি ফ্ল্যাটের আলমারি থেকে চিত্রকর্মটি উদ্ধার করা হয়। ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করা হয়েছে।

উদ্ধারের পর চিত্রকর্মটি যাদুঘরে নিয়ে আসা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, চিত্রকর্মটি যে চুরি হয়েছিল, তা খোদ যাদুঘর কর্তৃপক্ষও জানতেন না। এটি কখন কীভাবে চুরি হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, চিত্রকর্মটি লিওনার্দো দ্যা ভিঞ্চির একজন শিক্ষার্থীর আঁকা।

এটি উদ্ধার করতে পারায় নেপলসের প্রসিকিউটর জিওভান্নি মেলিলো পুলিশের ভুয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন, পুলিশের কৌশলী ও চিরুনি অভিযানের ফলে এই চিত্রকর্মটি উদ্ধার করা গেছে।

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ