আজকের শিরোনাম :

চীনে খনিতে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৩১

চীনে স্বর্ণের খনিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছে উদ্ধারকর্মীরা।  

খনির পাশেই আরেকটি গর্ত খুঁড়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।  ১০ জানয়ারি এক বিস্ফোরণে খনিতে আটকা পড়ে অন্তত ২২ শ্রমিক।  অবশেষে চীনের শ্যানডং প্রদেশের হুশান সোনার খনিতে আটকে থাকা খনি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে উদ্ধারকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, টেলিফোনে যোগাযোগের পর এ পর্যন্ত তিন ধাপে তাদের কাছে খাবার ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। বদ্ধ পরিবেশ ও অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের জন্য দড়ির সাহায্যে ভিটামিন, ব্যথানাশক ওষুধ, খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে। 

ইয়েনটি শহরের মেয়র চেন ফেই জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি দল কাজ করছে।  আর এ ঘটনার পর কিসিয়া শহরের মেয়র ও কমিউনিস্ট পার্টির নেতাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে ।  জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

১০ জানুয়ারি খনিটিতে বিস্ফোরণে প্রায় দুই হাজার ফুট নিচে আটকা পড়েন ২২ জন শ্রমিক।  ঘটনার প্রায় ৩০ ঘন্টা পর খবর পান উদ্ধারকর্মীরা। শ্রমিকরা একটি নোটে ১২ জনের বেঁচে থাকার কথা নিশ্চিত করলেও ১০ জনের কোনো খবর পাওয়া যায়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ