আজকের শিরোনাম :

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র পড়ল রণতরী ইউএসএস নিমিৎজে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

ইরানের ছোঁড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের অবস্থানের ১০০ মাইলের মধ্যে পড়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের খবরে বলা হয়েছে এ কথা বলা হয়েছে।

গত শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে দুইদিনব্যাপী কাভিরে মারকাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মহড়া চালায় ইরান। মহড়ার শেষ দিনে শনিবার  ইরান দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১,৮০০ কিলোমিটার দূরে শত্রুর ডামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে করতে সক্ষম হয়।

ফক্স নিউজের খবরে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার ২০ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল। ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ