আজকের শিরোনাম :

পাকিস্তানের উড়োজাহাজ জব্দ করেছে মালয়েশিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:২৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৯:৪০

পাকিস্তানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ জব্দ করেছে মালয়েশিয়া। উড়োজাহাজটির ইজারাসংক্রান্ত একটি মামলা যুক্তরাজ্যের আদালতে চলমান রয়েছে। এ মামলার জেরেই উড়োজাহাজটি জব্দ করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। 

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কর্তৃপক্ষ শুক্রবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান করতে চাইছে তারা।

পিআইএ মুখপাত্র আবদুল্লাহ এইচ খান বলেন, মালয়েশিয়ার স্থানীয় একটি আদালতে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এ নিয়ে পিআইএর সঙ্গে আরেকটি পক্ষের মামলা যুক্তরাজ্যের আদালতে চলছে। পিআইএর আইনজীবীরা মালয়েশিয়ার আদালতে বিষয়টি মোকাবিলা করছেন। আশা করছি, শিগগির এ সমস্যার সমাধান হবে।

এদিকে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তার আগ পর্যন্ত উড়োজাহাজটি মালয়েশিয়ায় থাকবে।

মালয়েশিয়ার বিমানবন্দরের পরিচালক বলেছেন তাদের কাছে আদালতের নির্দেশ রয়েছে, পাকিস্তানের উড়োজাহাজটি যেন কুয়ালালামপুর ছাড়তে না পারে।

তবে পিআইএর পক্ষ থেকে এক বিবৃতিতে এ পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করা হয়েছে। এয়ারলাইনস কর্তৃপক্ষ  বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের জন্য পাকিস্তান সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।
খবর রয়টার্সের

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ