আজকের শিরোনাম :

মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: সিইসিসি প্রতিবেদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০১:২৯

চীনে সংখ্যালঘু মুসলমানদের হত্যার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দ্বিপক্ষীয় কমিশন নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, চীন শিনজিয়াংয়ের উইঘুর এবং অন্য সংখ্যালঘু মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চীন সম্পর্কিত কংগ্রেসনাল-এক্সিকিউটিভ কমিশন (সিইসিসি) বলেছে, নতুন তথ্য-প্রমাণিতে জানা গেছে গত বছর মানবতাবিরোধী অপরাধ গণহত্যা চালাচ্ছে সম্ভবত। এর আগে চীনকে উইঘুরদের হয়রানির জন্য অভিযুক্ত করেছিল সিইসিসি।

চীন কয়েক লাখ উইঘুর মুসলমানদের তাদের বন্দিশিবিরে নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠে। শিনজিয়াংয়ে অন্তত ১০ লাখের বেশি উইঘুর এবং অন্য মুসলমানকে আটক করা হয়েছে বলেও জানা যায়। কিন্তু চীন বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে সিইসিসি’র প্রতিবেদনে আহ্বান করা হয়েছিল যে, শিনজিয়াংয়ে নৃশংসতা হচ্ছে কিনা তা যেন তদারকি করা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ