আজকের শিরোনাম :

২০ লাখের বেশি মুসলমান হজ্ব পালনের উদ্দেশ্যে মিনায় রওনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ০০:২০ | আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০০:৪৩

ঢাকা, ২০ আগস্ট, এবিনিউজ : সৌদি আরবে মক্কায় সারাবিশ্ব থেকে ২০ লাখের বেশি মুসলমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মিনায় যাত্রা শুরু করেছেন। আজ থেকে শুরু হল ৫দিন ব্যাপি হজ্ব পালন।

সোমবার ধর্মপ্রাণ মানুষেরা জড়ো হবেন আরাফাতের ময়দানে, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়।বিশ্বের ১৬৪টি দেশের ২০ লাখের বেশি মুসলমান এবার হজ্ব করছেন, যাদের মধ্যে সোয়া এক লাখের মত বাংলাদেশী রয়েছেন। সাদা কাপড়ে পড়হিত বিভিন্ন বর্ণ, ভাষা, দেশের লাখো মুসলমান মিনার পথে রওনা হন।

মঙ্গলবার সৌদি আরবে ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ্বের আনুষ্ঠানিকতা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ