আজকের শিরোনাম :

সৌদি আরবে বন্দুকযুদ্ধের পর চরমপন্থি গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১৫:৫৭

ঢাকা, ১৬ আগস্ট, এবিনিউজ : সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর ভারী অস্ত্রসহ আহত অবস্থায় একজন ‘চরমপন্থিকে’ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লোকটি ইসলামিক স্টেট এর আদর্শে অনুপ্রাণিত এবং তার কাছ থেকে একটি মেশিন গান, একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্র পরিচালিত টিভি আল-আখবারিয়া নগরীতে এই ঘটনা ঘটে। লোকটি সম্ভবত একটি বিস্ফোরকভর্তি বেল্ট পরে ছিল।

ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দেশটি পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছে। ১৯ থেকে ২৪ আগষ্ট এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।

দেশটিতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটসহ জিহাদিরা সাম্প্রতিক বছরগুলোয় একাধিক হামলা চালিয়েছে।
খবর এএফপি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ