আজকের শিরোনাম :

কানাডার রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ারি ভারতের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ২০:২৩

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
ভারতের রাজধানী নয়াদিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে জাস্টিন ট্রুডোর মন্তব্যের জেরে কানাডীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। 

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করা হয় তাকে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

গত মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাৎক্ষণিকভাবে তার ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। 

শুক্রবার দিল্লিতে নিযুক্ত কানাডীয় হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় কৃষকদের নিয়ে কানাডার নেতার মন্তব্য আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের পদক্ষেপ যদি চলতে থাকে তাহলে তা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’

উল্লেখ্য, কানাডার জনগোষ্ঠীর বড় একটি অংশ ভারতীয় বংশোদ্ভূত এবং শিখ ধর্মের অনুসারী। দেশটির মূলধারার রাজনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ