আজকের শিরোনাম :

বিক্রি হলো ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম চলচ্চিত্রে ব্যবহৃত পিস্তল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫৫

নিলামে ২ লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি হলো ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম চলচ্চিত্রে ব্যবহৃত একটি পিস্তল।

জুলিয়ান নিলামঘর বিক্রি করে নিষ্ক্রিয় কিন্তু আধা-স্বয়ংক্রিয় ‘ওয়ালথার পিপি’ পিস্তলটি। প্রতিষ্ঠানটি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন বন্ডভক্ত কিনে নিয়েছেন পিস্তলটি।

১৯৬২ সালে এর রেপ্লিকা ‘ডক্টর নো’ চলচ্চিত্রে ব্যবহার করেন, হলিউডের প্রথম জেমস বন্ড- শন কনোরি। গেলো ৩১ অক্টোবর, ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই শিল্পী।

এর আগে, টপ গান সিনেমা ব্যবহৃত টমক্রুজের একটি হেলমেট বিক্রি হয়েছিলো রেকর্ড এক লাখ ৮ হাজার ডলারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ