আজকের শিরোনাম :

১০০ দিনে করোনা পরিস্থিতি বদলাবেন বাইডেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৭

দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরার জন্য বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এসব কথা বলেন।

তিনি বলেছিলেন, আমার বিশ্বাস যদি প্রতিটি আমেরিকান মাস্ক পরেন, তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

এবার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি সরকারি ভবনে মাস্ক পরার নির্দেশ দেবেন বলেও জানিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭৫ হাজার মানুষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ