আজকের শিরোনাম :

লাভ জিহাদ আইনে ভারতে এক মুসলিম আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০১:০১

লাভ জিহাদ আইনে আটক হয়েছেন ভারতের এক মুসলিম তরুণ। এক হিন্দু নারীকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে উত্তর প্রদেশ থেকে আটক করা হয় তাকে। লাভ জিহাদ বা হিন্দু-মুসলিম বিয়ে ঠেকাতে যোগী আদিত্যনাথের আনা অর্ডিন্যান্সের ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে। উত্তর প্রদেশে ধর্মান্তর-বিরোধী আইন পাশের পর এটিই প্রথম কোনো ব্যক্তি আটক হলেন।

বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তর ঠেকানোর নামে, এক বির্তকিত অর্ডিন্যান্স পাস করে ভারতের উত্তরপ্রদেশ।

এই আইন মূলত কথিত লাভ জিহাদ নিয়ে। অনেক দিন ধরে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীরা শব্দটি ব্যবহার করে আইনি ব্যবস্থার দাবি তুলে আসছে।

গত শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাঠানো এ সংক্রান্ত খসড়া বিলে সই করে অনুমোদন দেন প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

পরদিনই গেজেট নোটিফিকেশন করে অধ্যাদেশটি কার্যকর করা হয়। উত্তর প্রদেশের পর ভারতের আরও কয়েক রাজ্যেও লাভ জিহাদের বিরুদ্ধে আইন চূড়ান্ত হওয়ার পথে।

এই আইনে এক মুসলিম তরুণকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বিবিসি জানায়, বিতর্কিত ধর্মান্তর-বিরোধী আইন পাশের পর এটিই প্রথম কোনো আটক। উত্তর প্রদেশের বারেলি জেলার পুলিশ গ্রেপ্তারের খবরটি টুইটারে নিশ্চিত করে।

ওই তরুণকে আটকের পর ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠায় আদালত। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন ও সাংবাদিকদের বলেন, ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নতুন অজামিনযোগ্য আইনে দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তবে নতুন এই আইনে ইসলামভীতির প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য সমালোচকদের।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ