বিয়ের আসরে জামাইকে একে-৪৭ উপহার দিলেন শাশুড়ি!

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১২:৩০

বিয়েতে শান্তির বার্তা শোনানো হয়। বর-কনে যেন চিরজীন সুখে থাকে সেই আশির্বাদই করা হয়। তবে বিয়ের আসরে মারণাস্ত্র উপহার দেয়া চমকে ওঠার মতোই। বিশেষ করে কোনো শাশুড়ি যখন তার নতুন জামাইকে একে-৪৭ রাইফেল উপহার দেন তখন সত্যিই চিন্তা ভাঁজ পড়ে কপালে।
তবে ঘটনাস্থান যদি হয় পাকিস্তান তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। অবিশ্বাস্য হলেও সত্য ঘটনাটি সত্যিই ঘটেছে পাকিস্তানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
তবে এমন পরিস্থিতির মধ্যেই হঠাৎই ঘটে সেই ঘটনা। বরের হাতে হঠাৎ করে একে–৪৭ রাইফেল তুলে দেন এক নারী। এটাই নাকি তার বিয়ের উপহার! সেই নারী আর কেউ নন, বরের শাশুড়ি।
এবিএন/জনি/জসিম/জেডি
ভিডিওতে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে একে–৪৭ রাইফেল তুলে দিলেন। এসময় বরকে উষ্ণ আলিঙ্গনও করেন ওই নারী। ওই নারী সম্পর্কে বরের শাশুড়ি। রিপাবলিক ওয়ার্ল্ডডটকমে প্রকাশিত প্রতিবেদনে ঘটনার বর্ণনায় উল্লেখ করা হয়, চলছে বিয়ের অনুষ্ঠান। মঞ্চে বসে আছেন নবদম্পতি। অতিথিরা এসে নবদম্পতির হাতে উপহার তুলে দিচ্ছেন। আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।ایسی ساسیں ہونی چاہیے۔۔۔۔ ہمارے جذبات پر بھی غور کیا جاۓ۔۔۔۔۔۔ pic.twitter.com/huSMjH9UGH
— Syed Ikhteyaar (@HussainIkhteyar) November 25, 2020
এই বিভাগের আরো সংবাদ