আজকের শিরোনাম :

প্রথম দফায় ৬৪ লাখ ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১৩:০৬

যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। নভেল করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য ফাইজারের আবেদনের পর এমন পরিকল্পনার কথা জানানো হলো। আগামী মাসেই ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। 

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দেয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আগামী ১০ ডিসেম্বর বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার উপদেষ্টা কমিটি।

এদিকে যুক্তরাষ্ট্রে নতুন করে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারো বাড়ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৫৯ হাজার ৬০০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ২৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

এ ছাড়া পরিসংখ্যানে বলা হয়, গত সোমবার যুক্তরাষ্ট্রে নতুন করে আরো দুই হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং ১  লাখ ৬৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

সরকারের ভ্যাকসিন কার্যক্রমের অন্যতম শীর্ষ কর্মকর্তা জেনারেল গুস্তাভ পার্না সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। মর্ডানা ও ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ উদ্ভাবিত অন্য একটি ভ্যাকসিন এই সংখ্যায় অন্তর্ভূক্ত রয়েছে। তারা গত সপ্তাহে ভ্যাকসিনের প্রাথমিক কার্যক্ষমতার ফলাফল জানিয়েছে এবং জরুরি অনুমোদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ