আজকের শিরোনাম :

তামিলনাড়ুতে বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'নিভার'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১৭:৫৪

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় নিভারে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় নিভার বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে আঘাত হানতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। বুধবার ১২০ কিলোমিটার বেগে চেন্নাইয়ের মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে বলে।

ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পুদুচেরিতে আগামী তিনদিনের জন্য ১৪৪ ধারা করেছে প্রশাসন।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পুদুচেরির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সব রকম সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন মোদী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ