আজকের শিরোনাম :

গোপন সফরে সৌদিতে নেতানিয়াহু, যুবরাজের সঙ্গে সাক্ষাত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১৬:২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব গিয়ে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম।

গতকাল রবিবার (২২ নভেম্বর) সৌদি আরবের সমুদ্রবর্তী নিওম এলাকায় পম্পেওর উপস্থিতিতে মুহাম্মদের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাত করেন বলে উল্লেখ করা হয়। খবর হারেতজর।

ইসরায়েলের বার্তা সংস্থা কেএএন-এর সূত্রে রয়টার্স জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গতকাল রবিবার গোপনে সৌদি আরব সফর করেন এবং সৌদি যুবরাজ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সাক্ষাত করেন।’

ইয়াদিয়াত সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা নেট জানায়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বহির্বিশ্বের কাজে ব্যবহৃত একটি বিমান গতকাল বেনগুরিয়েন বিমানবন্দর থেকে সৌদি আরবের উপকূলীয় নিওম অঞ্চলের বিমান্দরে অবতরণ করে। এরপর সেখানে পাঁচ ঘণ্টা অবস্থান করে পুনরায় ইসরায়েল ফিরে আসে।’

 

সংবাদ মাধ্যমে আরো বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সালের বৈঠককালে ইসরায়েল থেকে বিমানটি এসে পৌঁছে। ওয়ালা সংবাদ মাধ্যমে বলা হয়, গোপন সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন মোসাদের প্রধান ইউসি কোহেন।

ইসরায়েলের সঙ্গে আমিরাত, বাহরাইন ও সুদান স্বাভাবিক সম্পর্ক চুক্তির পর সৌদি আরবের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগির সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়বে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু সংবাদ মাধ্যমের খবর মতে সৌদি বাদশাহ সালমান সব সময় ইসরায়েলের বিরোধিতা করে আসছেন। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ