আজকের শিরোনাম :

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১৩:১৫

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ লাখ ৩৭ হাজার ১১৯ জন হয়েছে। 

এই সময়ে করোনায় মারা গেছেন ৫৫১ জন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৬৪১ জনের প্রাণহানি হয়েছে এই ভাইরাসে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে উঠেছেন ৫৯ হাজার ৪৫৪ জন। এ নিয়ে ৭৪ লাখ ৩২ হাজার ৮২৯ জন করোনার কবল থেকে মুক্ত হলেন। দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ৬৪৯ জন। 

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে। 

ভারতে শনাক্ত বিবেচনায় এখনো শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৭২ হাজার ৮৫৮ জন।  এর পরই রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে মোট আক্রান্ত ৮ লাখ ২০ হাজার ৫৬৫ জন। কর্নাটকে মোট আক্রান্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৮ জন। 

তামিলনাড়ুতে আক্রান্ত ৭ লাখ ২২ হাজার ১১ জন। কেরালায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ১২২ জন। রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬৪৪ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৭৯ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ১৫ জন রোগী।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ