আজকের শিরোনাম :

ফ্রান্সের প্রতি সংহতি জানাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৮:৪৮

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার কারণে ক্ষুব্ধ পুরো মুসলিম বিশ্ব। যার ফলে বহু দেশে বয়কটের মুখে পড়েছে দেশটি। তবে এবার ফ্রান্সের প্রতি সংহতি জানিয়েছে যুক্তরাজ্য। এই তথ্য জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, স্যামুয়েল প্যাটির নির্মম হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ফ্রান্স এবং ফরাসি জনগণের প্রতি সংহতি জানাচ্ছে যুক্তরাজ্য। সন্ত্রাসবাদ কখনই ন্যায়সঙ্গত হতে পারে না এবং হওয়া উচিত নয়।

বিবৃতিতে ডমিনিক রাব আরো বলেন, সহনশীলতা এবং বাকস্বাধীনাতর মৌলিক মূল্যবোধের প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে ন্যাটোর মিত্র ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমাদের বিভক্ত করার উপহার সন্ত্রাসীদের দেওয়া উচিত নয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ