আজকের শিরোনাম :

তুরস্কের বিরুদ্ধে ইইউকে পদক্ষেপ নেয়ার আহ্বান ফ্রান্সের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৫:৩৫

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাম্প্রতিক মন্তব্যের জেরে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার ফ্রান্সের বাণিজ্য মন্ত্রী এই আহবান জানান। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মানসিক চিকিসা করানো উচিত বলে মন্তব্য করেন এরদোয়ান।  এ ছাড়া ফরাসি পণ্য বয়কট করার ডাক দেন তিনি। এ ঘটনার জেরে মঙ্গলবার প্রকাশিত ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর নতুন সংস্করণের প্রচ্ছদে এরদোয়ানের কার্টুন ছাপানো হয়েছে। ম্যাগাজিনটি বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে জানিয়ে এর নিন্দা জানিয়েছে তুরস্ক।

এদিকে, দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক অব্যাহত রয়েছে। অন্যদিকে, উগ্রপন্থি ধর্মীয় বিশ্বাসের কারণে ২১৩ বিদেশি নাগরিককে ফ্রান্স থেকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ