আজকের শিরোনাম :

ভারতে করোনায় একদিনে আরও ৪৮০ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১৩:২০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৯ হাজার ১৪ জন কোভিড রোগীর মৃত্যু হলো।  একই সময়ে ৯ লাখ ৩৯ হাজার ৩০৯ জনের কোভিড টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ১৪৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯ হাজার ৯৬০ জন।  

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১০৫ জন সুস্থসহ ৭১ লাখ ৩৭ হাজার ২২৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। 

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। 

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত দুদিন ধরেই সেখানে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায়  দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৬৮৩ জন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৩৫ হাজার ৭৫২। 

অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯ হাজার ৯৫৯ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে একদিনে ১৭ হাজার ৪৯৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ৯৮ হাজার ১৩৩ জন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ