আজকের শিরোনাম :

চীনে নুডলস খেয়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১৫:১৯

এক বছরের বেশি সময় ধরে ফ্রিজে রাখা নুডলস খেয়ে চীনে একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলেংজিয়াংয়ের জিশি শহরে এ ঘটনা ঘটেছে।

ওই নুডলস খেয়ে গত ১০ অক্টোবর পরিবারের সাতজন প্রাপ্তবয়স্ক সদস্যের মৃত্যু হয়। এর পাঁচ দিন আগে ওই নুডলস খেয়েছিল পরিবারটির সদস্যরা।

ব্রিটেনের ডেইলি স্টার জানিয়েছে, সবশেষ গত সোমবার ওই পরিবারের আরেক সদস্যের মৃত্যু হয়। স্থানীয়ভাবে লি নামে পরিচিত ছিলেন ওই নারী।

তবে সৌভাগ্যবশত, পরিবারের তিন শিশু সদস্য ওই নুডলসটি খায়নি। কারণ তাদের নুডলসের স্বাদ পছন্দ হয়নি।

এমন ঘটনার পর সতর্কতা জারি করেছে স্বাস্থ্য কমিশন। হেইলংজিয়াং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ফুড সেফটি পরিচালক গাও ফেই বলেছেন, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা নুডলস প্রাণঘাতী।

খবরে বলা হয়েছে, নুডলস খাওয়ার পর অসুস্থ বোধ করলে পরিবারটির সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।

জানা গেছে, ১২ জন যোগ দিয়েছিল ওই খাবার টেবিলে। মৃত্যু হয়েছে ৯ জনের। বাকি ৩ জন সেদিন নুডলস খায়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ