আজকের শিরোনাম :

দর্শকশূন্য পুজা মণ্ডপের নির্দেশ বহাল কলকাতা হাইকোর্টের

  ইন্ডিয়ান এক্সপ্রেস

২১ অক্টোবর ২০২০, ১৩:১৬ | অনলাইন সংস্করণ

দর্শক শূন্য মণ্ডপেই হবে পুজা। আজ বুধবার (২১ অক্টোবর) পঞ্চমীর রায়েও আগের নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। তবে পুজা উদ্যোক্তাদের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে আগের রায় পুনর্বিবেচনা করে সামান্য পরিবর্তন করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

এ দিনের পরিবর্তিত রায়ে বলা হয়েছে, ঢাকিরা মণ্ডপের নো এন্ট্রি জোনেরমধ্যে থাকতে পারবেন। তা ছাড়া বড় পুজাগুলোর মণ্ডপে কমিটির ৬০ জন সদস্যের তালিকা তৈরি করা যাবে। একসঙ্গে সর্বোচ্চ ৪৫ জন মণ্ডপে ঢুকতে পারবেন। আগে এই সংখ্য়াটা ছিল ২৫। বিচারপতিদের নির্ধেশ অনুসারে, যে সব মণ্ডপের আয়তন ৩০০ স্কোয়ার মিটার বা তার বেশি সেগুলিকে বড় মণ্ডপ বলে বিবেচনা করা হবে। মণ্ডপে প্রবেশ করা ব্যক্তিদের নাম রোজ বদল করা যাবে।

ছোটো মণ্ডপের ক্ষেত্রে ১৫ জনের তালিকা তৈরি করতে হবে। একসঙ্গে ১০ জনের বেশি মণ্ডপে প্রবেশ করতে পারবেন। সেই তালিকায় প্রত্যেক দিন বদল ঘটানো যাবে

হাইকোর্ট এ দিন স্পষ্ট করে দিয়েছে যে দশমীতে সিঁদুর খেলা যাবে না।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ