আজকের শিরোনাম :

লাদাখ সীমান্তে আটক চীনা সেনাকে ফেরত দিল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:১৬

বিতর্কিত পূর্ব লাদাখ সীমান্তে আটক এক চীনা সেনাকে ফেরত দিয়েছে ভারতীয় বাহিনী।

চীনের পিপল’স লিবারেশন আর্মি-পিএলএ’র বরাত দিয়ে গ্লোবাল টাইমস এ কথা জানিয়েছে।

পত্রিকাটির দাবি, পশুপালকদের পথ চেনাতে দিয়ে দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে ওই সেনা।

দুই দেশের মধ্যে সীমান্ত বৈঠকে ওই পিএলএ সদস্য কর্পোরাল ওয়াং ইয়া লংকে ফিরিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

পূর্ব লাদাখে সীমানা বিরোধ মেটাতে চীন ও ভারতের মধ্যে অষ্টম দফা আলোচনার পরিকল্পনার মধ্যে এ ঘটনা ঘটল।

মে মাসের শেষে পূর্ব লাদাখে প্যাংগং লেক অঞ্চলে নতুন করে সীমানা বিরোধে জড়িয়ে পড়ে চীন ও ভারত। এই হ্রদের এক-তৃতীয়াংশ ভারতের দখলে, দুই-তৃতীয়াংশ চীনের।

ভারতের দাবি, হ্রদের ফিঙ্গার পয়েন্ট এক থেকে আট পর্যন্ত তাদের অঞ্চল। চীনের দাবি, ফিঙ্গার পয়েন্ট চার পর্যন্ত তাদের দখলে। এর আগেও এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ হয়েছে।

মে মাসের শেষ পর্বে এই অঞ্চলে দুই দেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে উত্তেজনা চরমে পৌঁছায় ১৫ জুন রাতে। ওইদিন গালওয়ান অঞ্চলে প্যাট্রোল পয়েন্ট ১৪-তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। মৃত্যু হয় ২০ ভারতীয় সেনার। হতাহতের কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি চীন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ