আজকের শিরোনাম :

কানাডা-আমেরিকার সীমান্ত বন্ধ ২১ নভেম্বর পর্যন্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:০৮

কানাডা-আমেরিকার সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আগামী ২১ নভেম্বর পর্যন্ত বাড়ল। এ ছাড়া স্থল সীমান্ত দিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ করতে তারা সম্মত হয়েছে। তবে সীমান্ত পুরোপুরি খোলাসহ পরবর্তী করণীয় কয়েকটি বিষয়ে তারা একমত হতে পারেনি।

স্থানীয় গণমাধ্যম সিবিসি জানায়, কোভিড-১৯ মহামারীর কারণে সীমান্ত বন্ধ হওয়ার সাত মাসেরও বেশি সময় পরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্তের ভবিষ্যত সম্পর্কে বিরোধী বার্তা উপস্থাপন করেছেন।

কানাডা-মার্কিন সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল, তবে কানাডার সরকার সোমবার ঘোষণা করেছে যে, কমপক্ষে আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

গত বুধবার উইনিপেগ পডকাস্ট দ্য স্টার্ট-এ একটি সাক্ষাতকারে ট্রুডু বলেছেন, কানাডা আমেরিকা সীমান্ত বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে যতক্ষণ না কোভিড-১৯ আমেরিকাতে সর্বোচ্চ রয়েছে। আমরা সীমান্ত বন্ধের সময়কে বাড়িয়েছি কারণ আমেরিকার এমন কোনো জায়গায় নেই যেখানে আমরা এই সীমান্তগুলো পুনরায় চালু করতে নিরাপদ বোধ করি।

চার সপ্তাহ আগে গত ১৮ সেপ্টেম্বর, ট্রাম্প কানাডা-মার্কিন সীমান্ত বন্ধের জন্য একটি পৃথক প্রস্তাব করেছিলেন। হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, ‘আমরা কানাডার সীমান্তের দিকে নজর দিচ্ছি – কানাডা এটি খুলতে চাই। সুতরাং আমরা শিগগিরই সীমানাগুলি খুলব ৃ আমরা আবার স্বাভাবিক ব্যবসায় ফিরে যেতে চাই।’

অন্যদিকে কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ