আজকের শিরোনাম :

দেশে ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১২:২৭

ঢাকা, ২৮ জুলাই, এবিনিউজ : দেশে প্রায় ১ কোটি লোক হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। সাম্প্রতিক এক জরিপ প্রতিবেদনে এ কথা বলা হয়।

হেপাটোলজি সোসাইটি সারাদেশে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি’র ওপর এ জরিপ চালায়। জরিপে উল্লেখিত তথ্য অনুযায়ী, বিশ্বে ৩২ কোটি ৫০ লাখ লোক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশেই প্রায় এক কোটি লোক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।

সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মবিন খান জানান, বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্তদের মধ্যে ৫.১ শতাংশ হেপটাইটিস বি এবং ০.২ শতাংশ হেপাটাইটিস সিতে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে প্রায় ৮৫ লাখ লোক এইচবিভি বহন করছে । অর্থাৎ প্রতি ৫০০ লোকের মধ্যে ১ জন এইচসিভিতে আক্রান্ত। 

তিনি বলেন, দেশে প্রায় এক কোটি লোক এইচবিভি অথবা এইচসিভি জীবাণু বহন করছে। এদের মধ্যে ৫৭ লাখ পুরুষ এবং ২৮ লাখ নারী।

সোসাইটির সাধারণ সম্পাদক ড. শাহিনুল আলম বলেন, হেপাটাইটিস বি ভাইরাসের কারণে দেশে ৬০ ভাগ লোক লিভার সিরোসিসে আক্রান্ত, অপরদিকে হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে ৩০ ভাগ লোক। 

এদিকে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ৬৫ ভাগ লোক এবং ১৭ ভাগ লোক আক্রান্ত হচ্ছে সি ভাইরাসের কারণে।

বাংলাদেশ ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী ঘাতক ব্যাধি এ রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিস্ময়ের ব্যাপার হচ্ছে সারাবিশ্বে ৩২ কোটি ৫০ লাখ অথ্যাৎ প্রতি ১০ জনের মধ্যে ৯ জন এ রোগে আক্রান্ত। তারা শরীরে এই ভাইরাস বহন করেই জীবনযাপন করছে এবং তাদের শরীরে এ জীবাণু থাকা সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই।

অসচেতন জনগণের শুধু লিভার সিরোসিসের উচ্চ ঝুঁকিই থাকে না লিভার ক্যান্সারের ঝুঁকিও থাকে। বিশ্বে প্রতিবছরে হেপাটাইটিসে প্রায় ১৩ লাখ ৪০ হাজার লোকের মৃত্যু হয়।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ