আজকের শিরোনাম :

দেশে করোনায় মৃত্যুহার ও সংক্রমণ কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১৭:০৩ | আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:১০

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে বলে উল্লখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা রোগী ও মৃত্যুহার কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন। করোনা টেস্ট কিটের অভাব নেই। বন্যার কারণে ও বাসায় বসে চিকিৎসায় সুস্থ হওয়ায় হাসপাতালে রোগী কমছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

এসময় তিনি বলেন, ‘আমরা দেখেছি, টেস্টের সংখ্যা কমেছে৷ সেটা হয়তো বন্যার কারণে। টেস্ট করানোর ক্ষেত্রে কিছু মানুষের অনীহাও আছে। বর্তমানে মানুষের মধ‌্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আপনারা লক্ষ করেছেন যে, মৃত্যুর হার আস্তে আস্তে কমে আসছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪ থেকে ৫ হাজার ডাক্তার টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। বাসায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন প্রায় ৯০ শতাংশ করোনা রোগী। প্রয়োজনে ওষুধ বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। হাসপাতালে প্রায় ৬০ শতাংশ সিট খালি।’

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ অন‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ